কুমিল্লায় জাল ভোট ও বিশৃঙ্খলা, ৫ জনকে কারাদণ্ড

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ছবি: রাশেদ সুমন/স্টার

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা ও জাল ভোট দেওয়ার দায়ে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

তিনি বলেন, 'সিটি করপোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খল সৃষ্টির চেষ্টা জাল ভোট দেওয়ার দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে কেন্দ্রের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করায় বহিরাগত ৪ জনকে ৩ থেকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর জাল ভোট দেওয়ায় একজনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।'

'বিভিন্ন কেন্দ্র থেকে ৫ জনকে আটকও করা হয়েছিল। কিন্তু, পরে তারা ভোটার বলে নিশ্চিত হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়', যোগ করেন শাহাদাৎ হোসেন।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

4h ago