বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ: মহাসচিবের মুখপাত্র
বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো নিনো। গতকাল জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, বাংলাদেশে ৭ জানুয়ারির নির্বাচন প্রধান বিরোধী দল বর্জন করেছে। দেশের ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দলের প্রায় ১৯৭০ জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছেন।
জবাবে ফ্লোরেন্সিয়া বলেন, 'না, নেই। আমরা শুধু প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের আশা, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এতটুকুই আমাদের বলার আছে।'
Comments