বগুড়া-৬

রাস্তা বন্ধ করে সভা, নৌকার প্রার্থী রাগেবুল আহসানকে শোকজ

রাগেবুল আহসান
রাগেবুল আহসান। ছবি: সংগৃহীত

রাস্তা বন্ধ করে নির্বাচনী সমাবেশ করার অভিযোগে বগুড়া-৬ (সদর উপজেলা) আসনের আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপুকে কারণ দর্শানোর নোটিশ নিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

আজ বুধবার বগুড়া-৬ আসনের নির্বাচনী কমিটির চেয়াম্যান যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে  ট্রাইবুন্যাল, বগুড়া) কারণ দর্শানোর নোটিশটি ইস্যু করেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন নির্বাচনী অনুসন্ধান কমিটির সহকারী মো. মশিউর আলম।

নোটিশে বলা হয়, 'আপনি ও আপনার কর্মীরা গত ০২-০১-২৪ তারিখ বিকেল ৪টায় বগুড়া শহরের কারমাইকেল সড়কের খান্দার মোড়ে রাস্তার ওপর নৌকা প্রতীকের পক্ষে এক নির্বাচনী সমাবেশ আয়োজন করেন। এতে করে জনগণের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়।

বিষয়টি কমিটির নজরে আসে। ওই কার্যকলাপের স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ কমিটির হাতে আছে। আপনার কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ৬ (ঘ) এর সুস্পষ্ট লঙ্ঘন।'

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কেন রাগেবুল আহসানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না, তা আগামী ৪ তারিখ তাকে অথবা তার মনোনীত প্রতিনিধিকে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয় নোটিশে।

এ বিষয়ে জানতে রাগেবুল আহসান রিপুকে ফোন করলেও তাকে পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

48m ago