নির্বাচনে লড়তে পারবেন না সাদিক আব্দুল্লাহ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহ।
তার মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করা হাইকোর্টের আদেশ আজ মঙ্গলবার স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাদিকের প্রার্থিতা বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা।
গতকাল হাইকোর্ট সাদিক আব্দুল্লাহর রিট গ্রহণ করায় তিনি প্রার্থিতা ফিরে পান।
পরে হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে জাহিদ ফারুকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম ইসির আদেশ বহাল রাখার নির্দেশ দেন।
এ আদেশের ফলে সাদিক আবদুল্লাহ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
Comments