দুবাইয়ে বেনজীরের মেয়ে তাহসিনের ফ্ল্যাট জব্দের নির্দেশ

বেনজীরের পরিবার। ছবি: সংগৃহীত

দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের মালিকানাধীন একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাহসিন রাইসার ১ লাখ ৪৪ হাজার ৪৯৭ দিরহাম জব্দ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দুদক জানিয়েছে, তাহসিনের মালিকানাধীন ফ্ল্যাটটি দুবাই থুনায়াহ-৩ আবাসিক এলাকায় অবস্থিত এবং এর বাজার মূল্য ৪০ লাখ দিরহাম এবং এই অর্থ তিনি ন্যাশনাল ব্যাংক অব দুবাইয়ের দুটি অ্যাকাউন্টে রেখেছিলেন। 

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে দায়ের করা মামলায় এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদক উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে আবেদন জমা দিয়ে বলেন, মামলার তদন্তের সময় তারা দেখেছেন যে, বেনজীরের স্ত্রী জিশান মির্জা তার মেয়ের ওই দুই অ্যাকাউন্টে রাখা অবৈধ অর্থ দিয়ে ফ্ল্যাটটি কিনেছিলেন।

গত বছরের ১২ জুন একই আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেনজীর আহমেদ ও পরিবারের সদস্যদের ৭৭ বিঘা জমি, আটটি ফ্ল্যাট এবং দুটি ফার্মের শেয়ার বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।

সম্পদের মধ্যে আছে বান্দরবানে ৭৫ দশমিক ৮ বিঘা জমির ওপর খামার, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১ দশিমক ২ বিঘা জমি, ঢাকার গুলশানে তিন কাঠা জমি, বাড্ডায় দুটি ফ্ল্যাট এবং আদাবরে ছয়টি ফ্ল্যাট।

অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে সিটিজেন টেলিভিশন লিমিটেড এবং টাইগারফিট অ্যাপারেলস লিমিটেডের শেয়ার।

দুদক এর আগে জানতে পেরেছিল যে, বেনজীর ও তার পরিবার বিভিন্ন জেলায় কমপক্ষে ৬১৩ দশমিক ৪১ বিঘা জমি কিনেছেন, যার মধ্যে গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬০৫ দশমিক ৭৭ বিঘা জমি।

দুদক আদালতকে জানিয়েছে, বেনজীরের বিরুদ্ধে দেশে ও বিদেশে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তিনি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আশ্রয় নিয়ে নিজের, স্ত্রীর ও তিন মেয়ের নামে সম্পদ গড়েছেন।

দুদক তদন্ত দলের সূত্র অনুযায়ী, তারা বেনজীরেরর নামে ৬টি, স্ত্রী জিশান মির্জার নামে ৫টি, মেয়ে ফারহিন রিশতার নামে ৩টি ও তাহসিন রাইসার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট শনাক্ত করেছেন, যেগুলো পরে আদালত জব্দ করার আদেশ দেন।

Comments

The Daily Star  | English

US tariff talks: First day ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington, DC, yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

10h ago