চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে আড়াই লাখ দিরহাম উদ্ধার

উদ্ধার করা দিরহাম ও মোবাইল ফোন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ আলী নামের শারজাহগামী এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বাংলাদেশি টাকায় উদ্ধারকৃত দিরহামের মূল্যমান ৭৩ লাখ টাকার বেশি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার সকালে মোহাম্মদ আলীর এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে চড়ে শারজাহ যাওয়ার কথা ছিল।

শুল্ক গোয়েন্দাদের ধারণা, আটক মোহাম্মদ আলী কোনো আন্তর্জাতিক মুদ্রা পাচার দলের সদস্য। কারণ হিসেবে তারা জানান, ২০১৮ সালের মার্চে পাসপোর্ট ইস্যু হওয়ার পর থেকে তিনি মোট ৬টি আন্তর্জাতিক রুটে চলাচল করেছেন।

Comments

The Daily Star  | English

Trump gets tariffs; Americans get price hikes

Companies are making it clear how they intend to deal with it - passing them on to American consumers

Now