পরিবহন মালিক নেতা এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের নির্দেশ

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর মালিকানাধীন ১৯০টি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
তার ও পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।
এনায়েত উল্লাহর পরিবারের সদস্যরা হলেন, তার স্ত্রী নার্গিস সামশাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয় ও মেয়ে চাশমে জাহান নিশি।
দুদক তদন্ত দলের প্রধান উপপরিচালক মো. সাইফুজ্জামানের আদালতে দেওয়া আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন থেকে প্রতিদিন ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে তদন্ত করা হচ্ছে।
এছাড়া, এনায়েত অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন এবং নিজের নামে ও স্ত্রী, ছেলে, মেয়ের নামে প্লট, ফ্ল্যাট কিনেছেন বলে উল্লেখ করেন দুদক কর্মকর্তা।
তিনি বলেন, 'দুদক কর্মকর্তা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছে যে, তারা গাড়িগুলো অন্যত্র বিক্রি করে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন।'
গত ১৪ জানুয়ারি এনায়েত ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে দুদক।
২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।
Comments