৪ শিশুকে অটোরিকশায় বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৩

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ৪ শিশুকে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কাদের।

গ্রেপ্তার ৩ জন হলেন—উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রামের আব্দুল হক (৬০), তার ছেলে আক্তার হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে আসাদ মিয়া (৭০)।

এসআই কাদের জানান, গত শনিবার স্থানীয় আসাদ মিয়ার দোকানের সামনে আক্তার হোসেনের অটোরিকশা রাখা ছিল। সেই সময় ওই ৪ শিশু অটোরিকশায় উঠে বসলে তাদেরকে অটোরিকশার সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে স্থানীয়রা এসে শিশুদের উদ্ধার করেছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় ৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর শিশুরা তাদের পরিবারের জিম্মায় রয়েছে।'

গ্রেপ্তার ৩ জনকে আজ হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

29m ago