পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের স্ত্রীকে গলাকেটে হত্যা, মালপত্র লুট
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার সকালে পুলিশ শাহনাজ পারভীন লাকীর (৫০) মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, লাকীর হাত, পা ও মুখ বাঁধা ছিল। আজাদের ছোট ভাই শাহ আলম এদিন সকাল ৮টার দিকে প্রথম মরদেহ দেখতে পান।
তারা দুই ভাই উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে পাশাপাশি বাড়িতে বসবাস করেন।
শাহ আলম পুলিশকে জানিয়েছেন, সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি বড় ভাইয়ের বাড়ির পেছনের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে দেখেন তার ভাবীর মরদেহ পড়ে আছে, আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এবং অনেক মালপত্র নেই।
তার ধারণা, সোমবার ভোররাতে ডাকাত দল আজাদের বাড়িতে হানা দিয়েছিল।
শাহ আলম আরও জানান, তাই ভাই এক আত্মীয়র বাড়িতে যাওয়ায় লাকী একই ছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, 'এটি ডাকাতি নাকি চুরি সেটি তদন্ত করা হচ্ছে।'
Comments