থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার সাবেক ওসি শাহ আলম
গ্রেপ্তার হওয়ার পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
আজ বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহ আলম উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
তালেবুর রহমান জানান, গতকাল মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাকে গ্রেপ্তার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল।
'আদালতে নেওয়ার আগেই কৌশলে তিনি আজ দুপুরে থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন,' বলেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাহ আলম উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে বদলি করা হয়।
ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যার মামলার আসামি শাহ আলম।
Comments