পলাতক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট

শাহ আলম | ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো ওই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

উত্তরা পূর্ব থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি ইউএনবিকে বলেন, 'শাহ আলম যাতে বিমানবন্দর, স্থলবন্দরসহ যেকোনো সীমান্ত পয়েন্ট দিয়ে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য আমরা সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছি।'

তিনি জানান, শাহ আলমকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। দেশে প্রবেশ ও প্রস্থানের সমস্ত পয়েন্টে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কীভাবে তিনি পালিয়ে গেলেন তা জানতে কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করার জন্য তাকে উত্তরা পূর্ব থানায় আনা হলেও ওইদিন দুপুরে তিনি কৌশলে পালিয়ে যান।

সাবেক এই ওসির বিরুদ্ধে দায়িত্বে থাকাকালে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। আন্দোলন চলাকালে হয়রানি, মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

Comments

The Daily Star  | English

Devotees gather for final prayer at Ijtema ground

The final prayer will be led by Maulana Zubair, the top cleric of Shuray-e-Nezam of Bangladesh.

32m ago