নাশকতার মামলা: অব্যাহতি পেলেন রিজভী-গয়েশ্বরসহ বিএনপির ১৭৩ নেতাকর্মী

রুহুল কবির রিজভী ও গয়েশ্বর চন্দ্র রায় (বাম থেকে) | ছবি: সংগৃহীত

ছয় বছর আগে নাশকতার অভিযোগে দায়ের মামলা থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৬ এর বিচারক শিহাবুল ইসলাম এই আদেশ দেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

এজাহার অনুসারে ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা শেষে বাসায় ফিরছিলেন।

সেই সময় শাহবাগ থানাধীন পরীবাগ এলাকায় রাস্তায় স্লোগান দিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। সেখানে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

ওই দিনই পুলিশের উপপরিদর্শক মো. মহিবুল্লাহ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০২০ সালের ২৯ জানুয়ারি মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) রমনা জোনাল টিমের উপপরিদর্শক মুহম্মদ সাইফুল ইসলাম খাঁন বিএনপির ১৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

Comments

The Daily Star  | English

When students become guinea pigs

Shifting education policy belies thoughtless experiment

1h ago