প্রতিপক্ষকে গুলি, ‘লক্ষ্যভ্রষ্ট হয়ে’ কৃষক গুলিবিদ্ধ

নোয়াখালী
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আব্দুল মতিন (৫০) নামে এক কৃষক আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ছয়ানী বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বেগমগঞ্জ মডেল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ছয়ানী বাজার এলকায় দুই সন্ত্রাসী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দলাদলি চলছে। ওই ঘটনার জের ধরে রোববার রাতে প্রতিপক্ষ শাওনকে লক্ষ্য করে গুলি ছুড়লে লক্ষ্যভ্রষ্ট হয়ে আব্দুল মতিন গুলিবিদ্ধ হন।

শাওনের বিরুদ্ধে অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানায়, আব্দুল মতিন ও তার প্রতিবেশী শোভন ছয়ানী বাজার এলাকায় একটি দোকানের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় হঠাৎ মোটরসাইকেলে করে এসে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গুলি করে। এতে কৃষক আব্দুল মতিন পেটে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা মতিনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

তবে ভুক্তভোগীর চাচাতো ভাই আলমগীর দাবি করেন, সরাসরি আব্দুল মতিনকে গুলি করা হয়েছে। তবে এর কোনো কারণ তিনি জানাতে পারেননি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। মতিনের পরিবার এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে। শাওনের বিরুদ্ধে অস্ত্রসহ মামলা আছে। তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে।

Comments

The Daily Star  | English
Energy and power master plan must be reviewed

Make all power contracts during AL rule public

BNP tells interim govt, says everyone who pays electricity bill is a victim of “illusion of development’ in the power sector

50m ago