নারায়ণগঞ্জ জেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

আব্দুল কাদির। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার শহরের নিতাইগঞ্জ এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পোশাক শ্রমিক বদিউজ্জামান হত্যা মামলায় আব্দুল কাদিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শহরের চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুরুতর আহত হয়ে মারা যান পোশাক শ্রমিক বদিউজ্জামান।

নিহতের স্ত্রী আদুরী খাতুন গত ২০ সেপ্টেম্বর সদর মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গ্রেপ্তার আব্দুল কাদির নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বড় বোনের স্বামী।

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

52m ago