২১ আগস্ট গ্রেনেড হামলা: হাইকোর্টে নতুন করে শুনানি শুরু

দূষণে আমরা আতঙ্কিত: হাইকোর্ট
সুপ্রিম কোর্টের ফাইল ছবি

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর নতুন করে শুনানি শুরু করেছে হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও প্রায় ৩০০ আহত হন।

এ ঘটনায় দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ২০১৮ সালের ১০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের রায় দেন নিম্ন আদালত।

২০২২ সালের ডিসেম্বরে মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু করেন হাইকোর্ট। ১০০ কার্যদিবস শুনানি হওয়ার পর এ বছরের ১৮ আগস্ট  বিচারপতি শহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকা থেকে মামলাটি বাদ দেওয়া হয়।

আজ নতুন করে এ শুনানি হলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার ও সহকারী অ্যাটর্নি জেনারেল লাবনী আক্তার পেপার বই থেকে মামলার বিবরণী, বিচার কার্যক্রম, প্রমাণ, রায় ও মামলার অন্যান্য তথ্য উপস্থাপন করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট এস এম শাহজাহানও বেঞ্চের সামনে মামলার প্রেক্ষাপট তুলে ধরেন।

পরবর্তী শুনানির তারিখ আগামী ৭ নভেম্বর নির্ধারণ করেন আদালত।

 

Comments

The Daily Star  | English

Not for kidney patient, they tried to rob bank for iPhones

Police say three robbers fabricated a story claiming that the robbery was to save a kidney patient

29m ago