সুবর্ণচরে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন, স্বামীসহ আটক ৪

violence
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর সুবর্ণচরে হাত-পা বেঁধে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় ওই নারীর স্বামীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার নোয়াখালীর পুলিশ সুপার আব্দুলাহ আল ফারুকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়ন থেকে অভিযুক্তদের আটক করা হয়।  

আটককৃতরা হলেন-ওই নারীর স্বামী নুর নবী (৩২) ও তার ভাই শেখ ফরিদ (৩৫), বোন ছায়েরা খাতুন (৩৮) এবং ভাগনে সাইফুল ইসলাম হাসান (১৫)। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

ইতোমধ্যে নির্যাতনের ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, গত ১৩ আগস্ট রাতে পূর্ব চরবটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের আব্দুল হাদির বাড়িতে এ ঘটনা ঘটে। 

নির্যাতনের শিকার শারমিন আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই রাতে বাড়ি ফেরার পর আমার স্বামী আমার সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামী, শ্বশুর, দুই জা, ভাসুরের ছেলে, ভাগনে, ননদ আমার হাত-পা বেঁধে নির্যাতন চালায়।'

তিনি আরও বলেন, 'আমার মা-বাবা কেউ নেই। খালাতো ভাইরা আমাকে বড় করে বিয়ে দেয়। খবর পেয়ে তারাই আমাকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে আসে।'

যোগাযোগ করা হলে নোয়াখালী পুলিশ সুপার আব্দুলাহ আল ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Iran state TV resumes live broadcast after Israeli attack

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago