নোয়াখালীতে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

নোয়াখালীর সুবর্ণচরে বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে অভিযুক্ত মো. সিরাজ উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গতকাল বিকেলে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রাম থেকে অভিযুক্ত সিরাজকে গ্রেপ্তার করে র্যাব-১১ ও র্যাব-৭।
গ্রেপ্তারকৃত সিরাজ সুবর্ণচর উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, ভুক্তভোগী নারীর স্বামী দুই বছর আগে মারা গেছেন। তিনি তার সন্তানসহ বাবার বাড়িতে বসবাস করছিলেন। গত ১১ মে রাতে আসামি সিরাজ ও ওসমান ভিকটিমকে তুলে নিয়ে ধর্ষণ করে।
র্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু্ আরও বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া বলেন, গতরাতে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
Comments