জামিন পেলেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ফাইল ছবি

বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে জামিন দিয়েছেন আদালত।

২০১১ সালের রাজনৈতিক সহিংসতার ওই মামলায় গত বছরের ডিসেম্বরে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল দ্য ডেইলি স্টারকে বলেন, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেনের আদালতে জামিন আবেদন করার পর তিনি এই আদেশ দেন।

একই মামলায় গত ৫ মার্চ হাফিজ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান ঢাকার আরেকটি আদালত। ওই দিনই ওই মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

গত বছরের ২৮ ডিসেম্বর গুলশান থানায় দায়ের করা মামলায় মেজর হাফিজ, বিএনপির ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

আলতাফ, হাফিজ ও মেজর (অব.) মো. হানিফকে ২১ মাসের কারাদণ্ড এবং অন্য পাঁচ জনকে অবৈধভাবে লোকজন জড়ো করা ও গাড়িতে অগ্নিসংযোগের দায়ে ৪২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Comments

The Daily Star  | English