চট্টগ্রামে হাছান মাহমুদ-এস আলমসহ ৪২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ৪২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে।

উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন বাদী হয়ে আজ মঙ্গলবার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন।

এজাহারে ২৭০ জনের নাম উল্লেখ এবং ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে  আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন জানিয়েছেন, আদালত বাদীর আবেদন গ্রহণ করেছেন এবং রাঙ্গুনিয়া থানাকে এজাহার নথিভুক্ত করার আদেশ দিয়েছেন।

মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য আবু রেজা নদভী, আবদুল মোতালেব, আবদুচ সালাম, ফজলে করিম চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদস্য আমিনুল ইসলাম, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত ও এস আলম গ্রুপের চেয়ারম্যানের একান্ত সহকারী আকিজ উদ্দিন।

বাকিরা আসামিরা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর রাঙ্গুনিয়ার রাজানগর এলাকায় পাহাড় ধসে শিশুসহ তিনজনের মৃত্যু হয়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ড. হাছান মাহমুদের নেতৃত্বে আসামিদের মালিকানাধীন ডেভেলপার্স কোম্পানি ওই এলাকার পাহাড় কেটে ফেলে।

এতে আরও উল্লেখ করা হয়, আসামিরা সিন্ডিকেট গড়ে তুলে পাহাড় কেটে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে মাটি বিক্রি করে আসছিলেন। তবে ভয়ে সে সময় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। অভিযুক্তদের নির্বিচারে পাহাড় কাটার ফলে ভূমিধসের ঘটনা ঘটলেও বন বিভাগ ও স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি।

Comments

The Daily Star  | English

Dhaka, Delhi eager to take ties forward

Dhaka and New Delhi committed to advancing bilateral relationship for mutual benefit in the first high-level official talks since Bangladesh’s political changeover.

8h ago