গুরুতর আহত বিচারপতি মানিককে হাসপাতালে ভর্তি

বিজিবির হাতে আটককালে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। ছবি: ভিডিও থেকে নেওয়া

সিলেটের আদালতে হাজির করার সময় হামলা ও মারধরের শিকার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে শনিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছেন সিলেটের কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. সগীর মিয়া।

এর আগে শনিবার বিকেল ৪টার দিকে সিলেটের আদালতে তোলার সময় বিক্ষুব্ধ মানুষ ৭৫ বছর বয়সী মানিককে ডিম ও জুতা নিক্ষেপ করে এবং তাকে মারধরও করে।

ডিআইজি প্রিজন বলেন, 'মারধরে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিল। অণ্ডকোষেও আঘাত লেগেছিল। অবস্থা সংকটজনক হওয়ায় আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।'

তিনি বলেন, 'পুলিশ সাধারণত গুরুতর আহত বন্দিদের চিকিৎসার ব্যবস্থা করে তারপর কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। কিন্তু এ ক্ষেত্রে তারা তা করেনি।'

শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দোনা এলাকা থেকে ভারতে পালানোর চেষ্টাকালে বিচারপতি মানিককে আটক করে বিজিবি।

সেই রাতে তিনি অভিযোগ করেন, তার কাছে থাকা সবকিছু কেড়ে নিয়ে সীমান্তে একদল লোক তাকে মারধর করেছে।

শনিবার সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় এবং সিআরপিসির ৫৪ ধারায় বিকেলে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

আদালত তাকে কারাগারে পাঠান এবং জেল কোড অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English

Job seekers block Shahbagh, 'clash' with cops

Under the banner of "PSC Reform Movement," the protesters also staged a sit-in at the intersection, bringing traffic to a standstill around 6:00pm

2h ago