তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে বাধা নেই: হাইকোর্ট

স্টার ফাইল ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ ও সম্প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্ট তারেক রহমানের বিবৃতি ও মন্তব্য গণমাধ্যমে প্রকাশ ও সম্প্রচার নিষিদ্ধ করার আদেশ প্রত্যাহার করেছেন এবং ২০১৫ সালে এ বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন।

রিট আবেদনকারী ও সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরীন সিদ্দিকা লিনার আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল।

এ বিষয়ে বিষয়ে যোগাযোগ করা হলে অ্যাডভোকেট নাসরীন সিদ্দিকা লিনা কোনো মন্তব্য করতে রাজি হননি।

Comments

The Daily Star  | English
Banking sector crisis

Why is the banking sector crisis so deep-rooted?

The regime-sponsored immorality to protect or pamper the financial gangsters not only eroded the future of the banking sector, but also made the wound too difficult to recover from.

5h ago