বেনজীরকে ৬ জুন ও স্ত্রী-সন্তানদের ৯ জুন দুদকে তলব
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে আগামী ৬ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ অনুসন্ধানের জন্য গঠিত দুদকের তদন্ত কমিটির সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া, বেনজীরের স্ত্রী ও মেয়েদের আগামী ৯ জুন দুদকে হাজির হতে বলা হয়েছে।
দুদকের প্রধান কার্যালয় থেকে বেনজীর ও তার পরিবারের কাছে আজ মঙ্গলবার এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।
বেনজীর আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
এরপর গত ২৩ এপ্রিল হাইকোর্ট এক আদেশে বেনজীর আহমেদের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতির বিষয়টি হলফনামা আকারে দুই মাস পর জানাতে দুদককে নির্দেশ দেন।
অনুসন্ধান চলাকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক পুলিশপ্রধান বেনজীর তার স্ত্রী ও তিন মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ (ক্রোক) করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশও দেওয়া হয়েছে।
Comments