বেনজীরের স্ত্রী-কন্যার আয়কর নথি জব্দের আদেশ

শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, দুদক,

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জ্যেষ্ঠ বিশেষ বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা এবং দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে গত ১৫ ডিসেম্বর চারটি মামলা করে দুদক। সবগুলো মামলায় বেনজীরকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন এদিন আদলতে দুটি আবেদন করেছিলেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে শুনানি করেন।

আবেদনে বলা হয়েছে, জিসান মির্জার ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে এবং তিনি ১৬ কোটি এক লাখ ৭১ হাজার ৩৩৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। বেনজীর আহমেদ তাকে এই অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেছেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সব আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

তাহসিন রাইসা পাঁচ কোটি ৫৯ লাখ ৫৫ হাজান ৮৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এর আগে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুদক বেনজীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

দুর্নীতির অভিযোগে একই আদালত এর আগে বেনজীর ও তার পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদ সরকারের জিম্মায় নেওয়ার আদেশ দেন।

গত বছরের ১৮ এপ্রিল দুদক এই সাবেক পুলিশের প্রধানের বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেয়।

Comments

The Daily Star  | English

Khaleda acquitted from Zia Orphanage Trust graft case

Following the judgement, there is no legal bar for Khaleda Zia to contest the general elections

1h ago