জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়ে বেনজীরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার বেনজীর আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য গঠিত তদন্ত কমিটির একটি সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তবে কবে তাকে ডাকা হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কমিশন শিগগির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

 

Comments