আশা করব, আমি ন্যায়বিচার পাবো: ড. ইউনূস
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে জামিন পাওয়ার পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, 'আমরা সবাই চাই দেশের মঙ্গল হোক।'
তিনি বলেন, 'দেশের কাজে সবাই নিয়োজিত থাকতে চাই। নানারকমের আইনগত বিষয়ে সময় আমাদের দিতে হয়, এতে আমাদের ক্ষতি, সবারই ক্ষতি। তবে আইনের প্রক্রিয়া অব্যাহত থাকুক, এরমধ্যে শান্তিতে আমরা যেন কাজ করতে পারি, এটিই আমাদের চাওয়া।'
'আমি আশা করব, আমি ন্যায়বিচার পাবো। দেশের বিচার ব্যবস্থা থেকে ন্যায়বিচার পাবো, এটিই দেশের একজন নাগরিকের ইচ্ছা', বলেন তিনি।
সাংবাদিকের প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, 'সময় ব্যয় হচ্ছে, আমাদের ব্যস্ত থাকতে হচ্ছে। আমরা এই সময়ে অন্য কাজগুলো করতে পারতাম। এখন আমাদের বহু কাজ করার সময় এসেছে। সবাইকে নিয়োজিত করতে পারতাম কাজে। এগুলো আমাদের মনে কষ্ট দেয়, কাজে ব্যাঘাত ঘটায়। এটা আমরা পরিহার করতে চাই।'
তিনি আরও বলেন, 'আমার জন্য দোয়া করবেন। দেশ শান্তিতে থাকলে আমরাও শান্তিতে থাকি।'
Comments