ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে: সুপ্রিম কোর্ট

ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিষয়ে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিলও খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

এর ফলে ড. ইউনূস ও আরও ৩ জনের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলবে।

আজ সোমবার বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে আপিল বিভাগের ৩ সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূসের করা লিভ টু আপিল আবেদন খারিজ করে এ আদেশ দেন।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ  আদেশ এখনো প্রকাশ না হওয়ায় বিস্তারিত জানা যায়নি।

আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গ্রামীণ টেলিকমের ড. মুহম্মদ ইউনুসসহ আরও ৩ জনের বিরুদ্ধে ২০২১ সালে ৯ সেপ্টেম্বর মামলাটি দায়ের করে।
 
তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের আদেশের পর শ্রম আদালতের এই মামলার বিচার কার্যক্রম পুনরায় চালু করতে কোনো আইনি বাধা নেই।

অধ্যাপক ইউনূসের পক্ষের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে জানান, গ্রামীণ টেলিকম একটি অলাভজনক প্রতিষ্ঠান, তার ক্লায়েন্ট গ্রামীণ টেলিকমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত নন।

২০২১ সালের ১২ অক্টোবর ঢাকার একটি শ্রম আদালত এই মামলায় নোবেল বিজয়ী ড. ইউনূসকে জামিন দেন।
 

Comments