পাবনায় স্বামীকে জিম্মি করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
পাবনার সুজানগরে স্বামীকে জিম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই ঘটনার পর পাঁচ দিনেও আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২৩ ফেব্রুয়ারি রাতে সুজানগরের চরকেষ্টপুর গ্রামে মাহফিল থেকে বাড়ি ফিরবার পথে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছয় জনকে আসামি করে মামলা করা হয়।
আসামিরা হলেন, ওই গ্রামের সেলিম প্রামাণিক (২৪), মো শরিফ (২৪), রাজিব সরদার (২১), রুহুল মণ্ডল (২৬), লালন সরদার (২০) ও সিরাজুল ইসলাম (২৩)।
এ ব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা পালিয়ে রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Comments