চাটমোহরে মাদ্রাসা সভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২

নিহত আব্দুল আলীম সরকার। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে স্থানীয় এক মাদ্রাসা কমিটির প্রধানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আব্দুল আলীম সরকার (৫২) চাটমোহরের বড় গুয়াখড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় মা মালেকা ইছাহাক দারুল আকরাম ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি ও একটি মাজারের প্রতিষ্ঠাতা ছিলেন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখড়া গ্রামে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন-একই গ্রামের আফসার আলী মাস্টার (৬৫) ও তার ছেলে টেঙ্গরজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান ওরফে খোকন মাস্টার (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই মাদ্রাসার অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে ইসলামী জলসার আয়োজন নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামে একটি সভা হয়। সভা থেকে ফেরার পথে বড় গুয়াখড়া গ্রামের মাজার শরিফ গেটের সামনে পৌঁছালে আফসার, তার ছেলে খোকন মাস্টার ও সহযোগীরা আলীমকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে অচেতন অবস্থায় আলীম সরকারকে উদ্ধার করে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
 
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ও ঘটনাস্থলে গিয়ে জড়িত অভিযোগে দুইজনকে আটক করে। 

এ ঘটনায় নিহতের ভাই গোলজার হোসেন বৃহস্পতিবার রাতে আফসার আলী মাস্টার ও তার ছেলে কামরুল হাসান ওরফে খোকন মাস্টারসহ ৭ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন।

ওসি সেলিম রেজা ডেইলি স্টারকে বলেন, 'গ্রেপ্তার দুজনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।'

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch political party by next February

Anti-Discrimination Student Movement and Jatiya Nagorik Committee will jointly lead the process

11h ago