র্যাব হেফাজতে নারী আসামির মৃত্যু: পুলিশ ও র্যাব কর্মকর্তা প্রত্যাহার
র্যাব হেফাজতে নারী আসামি সুরাইয়া খাতুনের মৃত্যুর ঘটনায় কিশোরগঞ্জের ভৈরবে র্যাব-১৪ ক্যাম্পের কমান্ডার ফাহিম ফয়সালকে প্রত্যাহার করা হয়েছে।
একই ঘটনায় ময়মনসিংহের নান্দাইল মডেল থানার এসআই নাজমুল হাসানকেও প্রত্যাহার করা হয়েছে।
গতকাল রোববার র্যাব সদরদপ্তর থেকে ফাহিম ফয়সালকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। আজ সোমবার থেকে এই আদেশ কার্যকর হবে।
এর আগে, গত শনিবার রাতে ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে সাব-ইন্সপেক্টর নাজমুল হাসানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার রাতে সুরাইয়া খাতুনকে নান্দাইল থানার সামনে থেকে আটক করে ভৈরব র্যাব ক্যাম্পে আনার পর সকালে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সুরাইয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। পরিবারের অভিযোগ নির্যাতনে সুরাইয়ার মৃত্যু হয়েছে। অপরদিকে র্যাব জানায় হৃদরোগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
Comments