উখিয়ায় আরসার আস্তানা থেকে অস্ত্র, গ্রেনেড, রকেট শেলসহ গ্রেপ্তার ২

র‍্যাব আজ অভিযান চালায়

কক্সবাজারের উখিয়ায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আজ বুধবার ভোরে লাল পাহাড় এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ ও তাদের আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব-১৫।

র‌্যাব সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট সকাল সোয়া ১১টার দিকে বিস্ফোরক, আইইডি এবং রকেট শেল ধ্বংস করতে ঘটনাস্থলে গেছে।

অভিযান নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে র‍্যাব।

Comments