ফরিদপুরে কলেজশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
ফরিদপুর শহরে এক কলেজশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে শহরতলীর অম্বিকাপুর ইউনিয়নে একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মো. আসাদুজ্জামান নূর ওরফে তপন (২৩) ফরিদপুর শহরের মধ্য আলীপুর এলাকার প্রামাণিক পাড়া মহল্লার বাসিন্দা। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এলাকাবাসী ও আসাদুজ্জামানের ভাই মো. আবুল হাওলাদার জানান, মেহগনি বাগানের পশ্চিম পাশে আসাদুজ্জামানের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হয়। দুর্বৃত্তরা আসাদুজ্জামানকে হত্যা করে তার বাম হাত কনুই থেকে কেটে নিয়ে যায়। এ ছাড়া ডান হাত ও দুই হাটুতে কোপের দাগ রয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, 'শরীর থেকে বিচ্ছিন্ন করা বাম হাতটি তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি।'
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দীন বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'
Comments