কুমিল্লায় ইয়াবা-গাঁজাসহ মহানগর ছাত্রলীগ নেতা আটক

কুমিল্লায় ইয়াবা-গাঁজাসহ মহানগর ছাত্রলীগ নেতা আটক
মেহেদী হাসান | ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগরের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানকে (২৬) মাদকদ্রব্যসহ আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ শ্রীবল্লভপুর এলাকা থেকে গত রাত আনুমানিক ৮টায় মেহেদী হাসানকে আটক করা হয়েছে। তার বাবার নাম খোকন মিয়া।'

'গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদকসহ ওই যুবককে আটক করে। তার কাছে ছয় হাজার ২০০ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা ও নগদ অর্থ পাওয়া গেছে,' বলেন আলমগীর।

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর ছাত্রলীগের একাধিক নেতা নিশ্চিত করেছেন, মেহেদী হাসান কুমিল্লা মহানগর ছাত্রলীগের ২২ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক।

এ ব্যাপারে কথা বলতে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল আজিজ সিহানুককে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

সূত্র জানায়, মেহেদীর বিরুদ্ধে মাদক মামলা ছাড়াও সাতটি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আলমগীর।

Comments

The Daily Star  | English

Remittances grow 3% in January

Migrants sent home $2.18 billion in the first month of 2025

2h ago