মানিকগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের সদর উপজেলার উকিয়ারা গ্রামে স্ত্রী হত্যার অভিযোগে মো. জাহিদুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

জাহিদুল উকিয়ারা গ্রামের মোহাম্মদ আখের আলীর ছেলে। তিনি জেলার সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক।

নিহতের নাম তাসলিমা বেগম (৩০)। তিনি একই গ্রামের আহাম্মদ আলীর মেয়ে। চার ও দেড় বছর বয়সী দুই সন্তান রয়েছে তার। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'পারিবারিক কলহের জেরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে জাহিদুল তার ঘুমন্ত স্ত্রী তাসলিমা বেগমের মাথায় মসলা বাটার শিল দিয়ে আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি মারা যান। আমি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করে থানা হাজতে রেখেছি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

56m ago