মানিকগঞ্জে যুবকের বিরুদ্ধে প্রতিবেশীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মানিকগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রতিবেশীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

গত মঙ্গলবারের এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে মারা যান ছুরিকাঘাতে আহত বাঘুলি গ্রামের জিন্নত মিয়া (৬০)। অভিযুক্ত বাবুল মিয়া (২৪) একই গ্রামের বাসিন্দা ও নিহতের প্রতিবেশী।

স্থানীয় চান্দহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান চান মিয়া ও গ্রামের বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত বাবুল মিয়া মাদকাসক্ত। পাশের বাড়ির জিন্নত আলী তাকে মাদকসেবন থেকে বিরত থাকতে বলে আসছিলেন বার বার। এ বিষয় নিয়ে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে জিন্নত আলীকে ছুরিকাঘাত করে বাবুল পালিয়ে যান।

জিন্নতকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আবু হানিফ বলেন, 'জিন্নত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অভিযুক্ত যুবককে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'

 

Comments