রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: চসিক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে চার্জশিট

রিজওয়ানা
রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর হামলার ঘটনায় করা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ বুধবার শুনানি শেষে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম মো. শরিফুল ইসলামের আদালত চার্জশিট গ্রহণ করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

অপর আসামিরা হলেন-জহুরুল আলম জসিম, বিল্লাল হোসেন হৃদয় (২৪), আবু নোমান (৪১), সাইফুদ্দিন ভূঁইয়া (৪৬), আনিস চৌধুরী রাজান (৪১) ও মো. শাকিল (২৬)।

চসিকের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে আকবরশাহ ও সীতাকুণ্ডের একাংশের প্রাকৃতিক পাহাড় দীর্ঘদিন ধরে উজার করার পেছনে প্রত্যক্ষ মদদ দেওয়ার অভিযোগ আছে।

রিজওয়ানা হাসানের আইনজীবী অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আদালত চার্জশিটটি গ্রহণ করে বিচার প্রক্রিয়া শুরু করার আদেশ দিয়েছেন।'

এর আগে গত ২৬ জানুয়ারি আকবর শাহ এলাকায় পাহাড় কাটা ও ভরাটের স্থান পরিদর্শনে যান রিজওয়ানা হাসান ও তার দল। এ সময় জসিমের লোকজন তাকে বাধা দেয় এবং একপর্যায়ে তাদের হয়রানি শুরু করে। 

অভিযোগে বলা হয়, রিজওয়ানাকে বহনকারী মাইক্রোবাসে পাথর ছুঁড়ে ওই এলাকা ত্যাগ করতে বাধ্য করে জসিমের লোকজন।

পরে রিজওয়ানা হাসান বাদী হয়ে বাধা ও হুমকি দেওয়া ও গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারার অভিযোগে আকবর শাহ থানায় ওয়ার্ড কাউন্সিলর জসিমসহ ৬ জনকে আসামি করে মামলা করেন।

 

Comments

The Daily Star  | English

Trump launches trade war with tariffs on Mexico, Canada and China

President Donald Trump announced broad tariffs Saturday on major US trading partners Canada, Mexico and China, claiming a "major threat" from illegal immigration and drugs -- a move that sparked promises of retaliation.

3h ago