নুরের বিরুদ্ধে হাতিরঝিল থানায় পুলিশের মামলা

নুরুল হক নুর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সরকারি কাজে বাধাদান ও আসামিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গতরাতে রাজধানীর হাতিরঝিল থানায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক জামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মামলায় নুরসহ ৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।'

 

Comments