সাংবাদিক নাদিম হত্যা: আদালতে ২ আসামির স্বীকারোক্তি

আদালত থেকে আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় রিমান্ড শেষে আরও ৬ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ৪ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে আনা হলে আদালত তাদের কারাগারে পাঠান।

জামালপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন সুমন মিয়া, আয়নাল হক, রেজাউল করিম, মনিরুজ্জামান মনির, তোফাজ্জল হোসেন ও মিলন মিয়া।

এই ৬ আসামির মধ্যে মনিরুজ্জামান মনির ও রেজাউল করিম নাদিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

আরমান আলী জানান, জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাদের কারাগারে পাঠান।

এ নিয়ে ১২ জন আসামিকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলমের রিমান্ড শেষ হবে আগামী শুক্রবার।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

57m ago