পাবনা

মোটরসাইকেল জব্দ করায় পুলিশের ওপর হামলা, ২ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পাবনায় কাগজপত্র না থাকায় ছাত্রলীগ নেতার মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলা হয়েছে।

এ ঘটনায় ২ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা হয়েছে। 

ঘটনার একদিন পর আজ শুক্রবার পুলিশ গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর হাটপাড়া গ্রামের বাসিন্দা আশিকুর রহমান আকাশ (২৪) এবং একই এলাকার হাসিব আলী (২৯)।

আকাশ মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং হাসিব ছাত্রলীগ কর্মী।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পাবনার সদর উপজেলার টেবুনিয়া এলাকায় ওই দুজন পুলিশের ওপর হামলা চালায়।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল শুক্রবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'হেলমেট ছাড়া উল্টোপথে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন আকাশ ও হাসিব। 
এ সময় হাইওয়ে পুলিশ তাদের থামায়। গাড়ির কাগজপত্র দেখাতে না পারায় মোটরসাইকেলটি জব্দ করে কনস্টেবল সাধন চন্দ্রের মাধ্যম পাকশী হাইওয়ে থানায় পাঠানো হয়।'
 
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা আরেকটি মোটরসাইকেল নিয়ে পিছু ধাওয়া করে পাকশী হাইওয়ে থানায় নিয়ে আসার পথে মুনশিদপুর এলাকায় সাধন চন্দ্রের গতিরোধ করে তাকে মারধর করে।

ওই দুজন মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে চেকপোস্টের পুলিশ সাধন চন্দ্রকে আহতাবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্ত আকাশ ও হাসিবকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে বলে জানান তিনি।

আহত পুলিশ কনস্টেবলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করা হয়েছে বলে জানান হাইওয়ে থানার ওসি। 

যোগাযোগ করা হলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Tax officials protest at NBR headquarters over draft revenue law

Several hundred tax and customs officials staged a demonstration at the National Board of Revenue (NBR) headquarters in Dhaka today, demanding revisions to a draft ordinance that proposes dividing the board into two separate divisions and allowing top appointments from outside the revenue cadre.

1h ago