দ্বিগুণ ফেরতের প্রতিশ্রুতি দিয়ে ৮০ লাখ টাকা আত্মসাৎ

আল হামীম লি. এর ৪ জনের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের উলিপুরে আল হামীম (পাবলিক) লি. নামের ভুঁইফোড় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির কথিত ব্যবস্থাপনা পরিচালকসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই প্রতিষ্ঠানেরই একজন কর্মী।

মামলার অভিযোগে বলা হয়, আকর্ষণীয় মুনাফা ও মেয়াদান্তে টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতিতে প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা আদায় করেছে। কিন্তু তারা মেয়াদ শেষে লভ্যাংশসহ টাকা ফেরত দিচ্ছে না।

অর্থ আত্মসাতের অভিযোগে মো. উমর ফারুক বাদী হয়ে উলিপুর থানায় এই মামলা দায়ের করেন। তিনি ২০০৭ সালে প্রতিষ্ঠানটিতে মাঠকর্মী হিসেবে যোগ দিয়েছিলেন। মামলায় মো. আনিছুর রহমান, মো. আছয়াদুর রহমান আপেল, মো. রেজাউল করিম ও মো. এনামুল কবীর কহিনুরকে আসামি করা হয়েছে। এদের মধ্যে মো. এনামুল কবীর কহিনুরকে প্রতিষ্ঠানটির এমডি হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

এজাহারে বলা হয়, মো. আনিছুর রহমান ও মো. আছয়াদুর রহমান আপেলের কথায় তিনি ২০০৭ সালের নভেম্বর মাসে উলিপুরের ধরীবাড়ী ইউনিয়ন শাখার মাঠকর্মী হিসেবে যোগদান করেন। আসামিদের কথা অনুযায়ী তিনি ২৪৮ জন সদস্যের কাছ থেকে প্রথম দফায় ২১ লাখ ৬৩ হাজার টাকা উত্তোলন করেন।

আসামিরা পরে আল হামীম লি. এর কর্মী নূর মোহাম্মদকে দিয়ে ৩৬৪ জন গ্রাহকের কাছ থেকে ৫৮ লাখ টাকা তুলে আত্মসাৎ করেন। এভাবে মোট ৬১১ জন গ্রাহকের ৮০ লাখ টাকা আত্মসাৎ করা হয়।

অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানের এমডি পরিচয় দেওয়া এনামুল কবির কহিনুর একজন পেশাদার প্রতারক। তিনি দীর্ঘদিন ধরে এই প্রতারণা করছেন।

এ ব্যাপারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আজাদ রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, অভিযোগ তদন্ত করে প্রাথমিক প্রমাণ পেয়েছি। দ্রুত এই মামলার চার্জশিট দেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Hasnat warns media against airing Hasina’s speech

He further warned that there would be no rehabilitation of Hasina or fascism in Bangladesh

20m ago