টেকনাফে অস্ত্রের মুখে কৃষক অপহরণ, খোঁজ মেলেনি ৫ দিনেও

কক্সবাজার
স্টার অনলাইন গ্রাফিক্স

গত রোববার কক্সবাজার জেলার টেকনাফে জমিতে কাজ করার সময় অপহৃত হন মোহাম্মদ ছৈয়দ (৪০)। ৫ দিন পেরিয়ে গেলেও আজ বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার হননি তিনি। 

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন মজুমদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তবে তাকে উদ্ধারে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে বলে জানান তিনি।

অপহৃত মোহাম্মদ ছৈয়দ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা জুম্মাপাড়ার বাসিন্দা।

পরিবারের অভিযোগ, গত রোববার সকালে জুম্মাপাড়ায় জমিতে কাজ করার সময় মুখোশ পরা একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে মোহাম্মদ ছৈয়দকে তুলে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে স্বজনদের কাছ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

ছৈয়দের স্ত্রী হাসিনা বেগমের বরাত দিয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার পর থেকে তাকে বিভিন্ন স্থানে খুঁজেও পায়নি স্বজনরা। অপহরণকারীরা ছৈয়দের স্ত্রীর মোবাইল ফোন নম্বরে কল দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের পক্ষ থেকে ১ লাখ টাকা দেওয়ার কথা বললেও অপহরণকারীরা তাতে রাজি হয়নি।'

পুলিশ পরিদর্শক নাছির উদ্দিন মজুমদার বলেন, 'অপহৃতকে উদ্ধারে একাধিক স্থানে পুলিশ অভিযান চালিয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশের একাধিক দল অভিযানে চালাচ্ছে।'

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত ৬ মাসে টেকনাফের পাহাড় সংলগ্ন এলাকায় অন্তত ৫০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৭ জন রোহিঙ্গা ও ৩৩ জন বাংলাদেশি। 

৫০ জনের মধ্যে ২৯ জন অপহরণকারীদের মুক্তিপণের টাকা দিয়ে ফেরত এসেছে বলে জানা গেছে। 

সর্বশেষ গত ১৬ মার্চ টেকনাফের বাহারছড়ার জাহাজপুরা এলাকায় অপহরণের পর সাড়ে ৬ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর ফেরত আসে ৭ জন। পুলিশ ওই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে ৩ জন অপহৃত হয়েছিলেন।

 

Comments

The Daily Star  | English

Muslin’s revival weaves past into present

Dhakai Muslin: ancient craft weaves new life, livelihoods in rural Bangladesh

18h ago