কক্সবাজারে ৬ রোহিঙ্গাকে অপহরণের অভিযোগ

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের টেকনাফে ৬ রোহিঙ্গাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। তাদের পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা করে ৩ লাখ টাকা মুক্তিপণও দাবি করা হচ্ছে।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম।

অপহৃতরা হলেন- মো. ফরোয়াজ, মো. জোহার, মো. নুর, নুরুল হক, জাহিদ হোসেন ও মো. ইদ্রিস। তারা সবাই ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার পর চোরাইপথে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুলে ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে ৬ জনকে অপহরণ করে সংঘবদ্ধ অপহরণকারী চক্র। এরপর রাত সাড়ে ১২টার পর থেকে ৫০ হাজার টাকা করে ৩ লাখ মুক্তিপণ দাবি করা হয়।

তিনি আরও বলেন, 'এই ৬ রোহিঙ্গাকে স্থানীয় এক ব্যক্তি শ্রমিক হিসেবে কাজ দেওয়ার কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জিম্মি করে রাখে। তাদের উদ্ধারে জেলা পুলিশের সমন্বয়ে এপিবিএন পুলিশ তৎপরতা চালাচ্ছে।'

এর আগে গত ৪ মাসে টেকনাফে ৩১ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১ জন রোহিঙ্গা ও ২০ জন স্থানীয় বাসিন্দা।

Comments

The Daily Star  | English

Consensus key to take Bangladesh forward: Yunus

"We are now working to bring our beloved Bangladesh back onto the path of equality, human dignity, and justice," he said

1h ago