শিম গাছ খেল গরু, প্রতিবেশীর আঘাতে প্রাণ গেল শিশুর
ময়মনসিংহের ধোবাউড়ায় প্রতিবেশী দুলাল মিয়ার শিম গাছ খায় রনি মিয়ার গরু। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর আঘাতে ৩ মাস বয়সী শিশু নিহত হয়েছে। ওই ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ধোবাউড়ার সানন্দখিলা গ্রামে প্রতিবেশীর দুলাল মিয়ার শিম গাছ খায় রনি মিয়ার গরু। দুলার মিয়ার স্ত্রী জায়েদা খাতুন বিষয়টি রনি মিয়ার বাড়িতে জানাতে গেলে রনির স্ত্রী রোজিনা খাতুনের সঙ্গে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে জায়েদাকে কাঠ দিয়ে আঘাত করে রোজিনা। জায়েদা রক্তাক্ত অবস্থায় প্রতিবেশী মুর্শেদ আলীর বাড়িতে গিয়ে পড়ে যায়। ওই সময় মুর্শেদ আলীর স্ত্রী শিল্পী আক্তার তার ৩ মাস বয়সী ছেলে ইছাককে কোলে নিয়ে এগিয়ে যান। এ সময় রোজিনার আঘাতে শিশু ইছাক আহত হয়। গুরুতর আহত অবস্থায় শিশু ইছাক ও জায়েদাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে বুধবার রাতে শিশু ইছাক মারা যায়।
ওই ঘটনায় দুলাল মিয়া বাদী হয়ে রোজিনা খাতুন ও স্বামী রনি মিয়াকে আসামি করে মামলা করেছে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, মামলার প্রধান আসামি রোজিনা খাতুনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।
Comments