ঢাকার ফ্লাইওভার থেকে গ্রাফিতি-পোস্টার অপসারণে হাইকোর্টের নির্দেশ

ঢাকায় মেট্রো রেলের পিলারে দৃষ্টিকটু পোস্টার। ছবি: সংগৃহীত

ঢাকার ফ্লাইওভারসহ বিভিন্ন স্থাপনার দেয়ালে থাকা অবৈধ পোস্টার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, পোস্টারিং ও অবৈধ দখল নগরকে ক্ষতিগ্রস্ত করেছে।

আজ সোমবার হাইকোর্ট বেঞ্চ বলেন, আমরা দেখি আইন থাকার পরও ফ্লাইওভারের দেয়াল পোস্টারে ভরা। ফ্লাইওভারের দেয়াল থেকে পোস্টার অপসারণ করতে হবে। প্রতিটি নাগরিকের খোলা জায়গার অধিকার আছে।

একটি রিট আবেদনের শুনানিকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেল এ কথা বলেন।

এমন মন্তব্যের পর আগামী ২ সপ্তাহের মধ্যে ঢাকার ৭টি ফ্লাইওভারের দেয়াল থেকে অবৈধ গ্রাফিতি ও পোস্টার অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন বেঞ্চ।

কর্তৃপক্ষকে এ ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে এবং ১ সপ্তাহের মধ্যে দেয়ালে গ্রাফিতি লেখা ও পোস্টারিং বন্ধ করতে একটি মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

৪ সপ্তাহের মধ্যে নির্দেশনা মেনে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে কর্তৃপক্ষকে।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মুরশিদ।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

51m ago