জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বাবা-ছেলে নিহত, আহত ৩

Mymensingh.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে ২ পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে বাবা ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন  আরও ৩ জন।

আজ বুধবার বেলা ৩টার দিকে সদর উপজেলার চুরখাইয়ের জামতলা এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার আবুল খায়ের (৬০) ও ছেলে ফরহাদ হোসেন (২০)। 

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, 'সদর উপজেলার চুরখাই জামতলা এলাকার নিহত আবুল খায়েরের সঙ্গে একই কামাল মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমি মাপ দেওয়াকে কেন্দ্র করে কামাল মিয়া তার ৩ ছেলে ও স্ত্রী মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে আবুল খায়ের, ছেলে ফরহাদ হোসেনসহ ৫ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।'

'বাবা ও ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনও কাউকে আটক হয়নি,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

7h ago