ময়মনসিংহের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন হিলু মারা গেছেন
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2025/01/02/mymensing.jpg)
ময়মনসিংহের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু মারা গেছেন।
আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি।
ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক নজীব আশরাফ দ্য ডেইলি স্টারকে জানান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু কিডনি সমস্যাসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। ময়মনসিংহ জিলা স্কুল মাঠে জানাজা শেষে আজ রাতে তার দাফন সম্পন্ন হয়েছে।
শাহাদাত হোসেন খান হিলু ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান দুলুর বড় ভাই।
নাট্যকার, কবি, অভিনেতা, নির্দেশক, সংগঠক শাহাদাত হোসেন খান হিলু ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য, আইটিআই বাংলাদেশের প্রতিনিধি, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি, ময়মনসিংহ থিয়েটার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ময়মনসিংহ বহুরূপী নাট্য সংস্থার সদস্যসচিব।
Comments