অপরাধ ও বিচার

কাপ্তাইয়ে ২ পক্ষের গোলাগুলিতে নিহত ১

রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম গংগ্রিছড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক ২টি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম গংগ্রিছড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক ২টি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল বুধবার রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, এদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে।

ওসি বলেন, 'ওই ওয়ার্ডের গংগ্রিছড়া পাড়া এলাকায় সন্তু লারমার জনসংহতি সমিতি (জেএসএস) এবং মগ ন্যাশনাল পার্টির (এমএনপি) লোকজনের মধ্যে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় জেএসএসের সম্রাট চাকমা (৩২) নামের ১ জন গুলিতে নিহত হন।'

খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসে বলে জানান তিনি।

Comments