উখিয়ায় আরসা-আরএসও গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা ও আরএসওর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছেন।
রোহিঙ্গা ক্যাম্প
রোহিঙ্গা ক্যাম্প। স্টার ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা ও আরএসওর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছেন।

ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেলে উখিয়ার কুতুপালংয়ে মধুরছড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের পাহাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাগুলিতে নিহতদের মধ্যে কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের ব্লক জি-৯ এর বাসিন্দা শামসুল আলমের (২৩) মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত অপরজন উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেলেও তার নাম ও পরিচয় জানা যায়নি। আহতদের পরিচয়ও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহত শামসুল আলমের ছোট বোন হাসিনা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আরসার কয়েকজন সদস্য ভোরে ক্যাম্প থেকে ভাইকে ডেকে নিয়ে যায়। পরে আরসার ওই গ্রুপটির সঙ্গে আরএসওর সংঘর্ষ হয় এবং সংঘর্ষে আমার ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানতে পেরেছি।'

নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাম্পের মাঝি (রোহিঙ্গা নেতা) ডেইলি স্টারকে বলেন, 'আরএসও নেতা মৌলভী রহিমুল্লাহ উল্লাহ এবং আরসা নেতা নবী হোসেন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।'

ওসি শেখ মোহাম্মদ আলী ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটেছে বলে জানা গেছে। তবে কী কারণে এবং কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।'

Comments