খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় অভিযোগ গঠন আবারও পেছালো

khaleda-zia
খালেদা জিয়া। স্টার ফাইল ফটো

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন ঢাকার একটি আদালত।

বিভিন্ন কারণ দেখিয়ে আজকের তারিখসহ মোট ৪২ বার অভিযোগ গঠনের শুনানি স্থগিত চেয়েছেন আসামিপক্ষ।

আসামিপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মেছবাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুনানি স্থগিত চেয়ে বিএনপি নেতাদের পক্ষ থেকে আদালতে পৃথক আবেদন করা হলে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আখতারুজ্জামান এই আদেশ দেন।'

সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে রয়েছেন খালেদা জিয়া। অসুস্থ থাকায় তাকে সশরীরে আদালতে উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

আজকের শুনানির সময় বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ ও আলতাফ হোসেন চৌধুরীসহ মামলার ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

অপর আসামি মো. সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বড়পুকুরিয়া কয়লাখনি চুক্তিতে ১৫৯ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে খালেদা জিয়া ও তার সাবেক মন্ত্রিসভার ১০ সহকর্মীসহ ১৬ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

10h ago