দেড় মাস পর হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

রাত ৮টা ২২ মিনিটে গুলশানের বাসায় পৌঁছান তিনি।
খালেদা জিয়া মুক্ত
খালেদা জিয়া। ফাইল ছবি সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসা শেষে আজ বুধবার রাতে গুলশানে নিজ বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে বলেন, তিনি সন্ধ্যা ৭টায় গাড়িতে করে হাসপাতাল ত্যাগ করেন এবং রাত ৮টা ২২ মিনিটে তার গুলশানের বাসায় পৌঁছান।

তিনি হাসপাতাল থেকে বের হওয়ার সময় হাজার হাজার বিএনপি নেতাকর্মী জড়ো হন। খালেদা জিয়াকে গাড়ির ভেতরে বসে থাকতে দেখা যায়। সমর্থকরা এ সময় স্লোগান দিতে থাকেন। বিশাল জনতার কারণে গাড়িটিকে ধীরে চলতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা কর্মীদের হিমশিম খেতে দেখা যায়।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ৮ জুলাই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। গত ৫ বছর ধরে গৃহবন্দি থাকার পর গত ৬ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে পুরোপুরি মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

গত ১৬ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য শিগগির বিদেশে যাবেন।

Comments

The Daily Star  | English

Gaza still bleeding

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

1h ago