ফারদিনের মৃত্যুর তদন্ত বিষয়ে জানতে ডিবি কার্যালয়ে বুয়েট শিক্ষার্থীরা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর তদন্তের বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে গেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
আজ সকাল সোয়া ১১টায় শিক্ষার্থীদের ৮ থেকে ১০ জনের প্রতিনিধিদল রাজধানীর মিন্টোরোডের ডিবি কার্যালয়ে পৌঁছান।
এর আগে গতকাল সন্ধ্যায় বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যুর ঘটনাকে 'আত্মহত্যা' বলে উল্লেখ করেছে ডিবি। সংবাদ ব্রিফিংয়ে ফারদিনের 'আত্মহত্যা'র পেছনের কিছু কারণের কথাও উল্লেখ করেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
ডিবির এ বক্তব্যের পর বুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন। তখন শিক্ষার্থীদের কর্মসূচিতে যাওয়ার আগে ডিবি কার্যালয়ে গিয়ে তথ্য-প্রমাণ ও সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ করে ডিবি। সেই কারণেই আজ ডিবি কার্যালয়ে গেলের বুয়েট শিক্ষার্থীরা।
এ বিষয়ে বুয়েট শিক্ষার্থী মাশিয়াত জাহিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডিবি গতকাল বলেছে যে, ফারদিন নাকি আত্মহত্যা করেছে। ওই বক্তব্যের পর আমরা মানববন্ধনের ঘোষণা দিয়েছি৷ পরে ডিবি অফিস থেকে আমাদেরকে তথ্য-প্রমাণ দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তা দেখতে ডিবি কার্যালয়ে উপস্থিত হয়েছি।'
Comments